News 24 Express |
News 24 Express Desk
সময়টা 2003 এর শেষ 2004 এর শুরু, আমার এই নাটকের জগতে পা রাখা বা হাতেখড়ি এনার (রমাপ্রসাদ বণিক) হাত ধরে..
Nehru Children's Museum এ 3 দিনের একটা workshop.. বেশ ভয়ে ভয়েই বাপির সাথে গিয়েছিলাম.. কিরকম একটা ভয় এ জবুথবু ব্যাপার.. একটি খাটো চেহারার স্বাস্হবান রাগী গোছের গম্ভীর মানুষ এলেন.. নাম জিজ্ঞাসা করলেন সবার, লিখলেন একটা খাতায়.. তারপর শুরু হল ক্লাস..
এখনো স্পষ্ট মনে পড়ে সেই প্রথম তিন দিন..
মনের ভেতর খানিক ভয়, ইচ্ছা, জানার আগ্রহ সবটা নিয়ে বেশ মজার সাথে কেটে ছিল দিন গুলো...
Workshop শেষে প্রথম নাটক করার সুযোগ পাওয়া, আহা এখনো ভাবলেই মনটা আনন্দে ভরে ওঠে..
ওনার হাত ধরেই কেটে গেল আরো বছর গুলো 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010.. একের পর এক নতুন নাটক, সেই রিহার্সাল, শনি ও রবি বার ওনার ক্লাস, অজান্তেই কখন থিয়েটার এর বীজ টা মনে মনে বপন করতে শুরু করে ফেলেছিলাম জানিনা... চামড়া ভেদ করে শিরায় রক্তে থিয়েটার নামক ভালোবাসাটা বাসা বাঁধতে শুরু করে...
2010 এর শেষ, 27শে December যেন একটা কাল রাত্রি নেমে এল.. এমনটাও হয়??
পায়ের তলার মাটিটা কেঁপে উঠেছিল এক মুহূর্তে.. মাথার উপর থেকে ছাদটা সরে গেল যে.. শিক্ষক হীন হয়ে পড়ার আর্তনাদ..
মন মানতে চাইছিল না.. খালি মনে হচ্ছিল স্বপ্ন দেখছি দুঃস্বপ্ন... সকাল হলে ঘুম ভাঙলেই স্যারকে জন্মদিন এর wish করবো.. কালতো 28শে December.. স্যার এর জন্মদিন..
সেই দিন বয়স টা ছোটো হলেও শপথ নিয়েছিলাম আপনাকে হারাতে দেবনা স্যার.. আপনি থাকবেন আমাদের মধ্যে, আপনাকে বাঁচিয়ে রাখাবো কাজের মধ্যে...
আজও সেই চেষ্টা অটুট আছে, থাকবে..
আপনার জন্যই মঞ্চে উঠতে পেরেছি আগামীতেও উঠব..
আমৃত্যু আপনার শিক্ষাকে পাথেয় করে হাটতে থাকবো থিয়েটার এর পথে.. কথা দিলাম...
শুভ জন্মদিন স্যার.. 💟💟
ভালো থাকবেন...
🙂🙂🙂🙂
শিল্পীর মৃত্যু হয় না 😊
আপনি আছেন, আপনি থাকবেন।