News 24 Express |
রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ শুরু হয়েছে এবং এই কাজের শুরু থেকেই উঠছে দুর্নীতির অভিযোগ। বহু ক্ষেত্রে অভিযোগ উঠছে আবাস যোজনার তালিকায় ঢুকে যাচ্ছে প্রভাবশালীর নাম। যাদের বাড়ি পাওয়ার কথা তাঁদের নাম তালিকার ত্রিসীমানায় নেই। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, তালিকায় যাতে কোনরকম ত্রুটি না থাকে। কিন্তু তাতেও কোন কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে এবার শাসকদলের জন্য দুঃসংবাদ। আবাস যোজনায় দুর্নীতির, বেনিয়মের অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন অন্তত শতাধিক সদস্য।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেভাবে বেনিয়ম হয়ে চলেছে এবং স্বজন পোষণ হচ্ছে তা মেনে নিতে পারছেন না তৃণমূলেরই একাধিক সমর্থক। যার জেরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় ৩০ টি পরিবারের শতাধিক সদস্য। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর এলাকায়। দলবদলকারীরা বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে। পাশাপাশি তাঁরা জানাচ্ছেন, সুবিচারের আশায় তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। সামনেই আসছে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে এভাবে তৃণমূল কংগ্রেসের ভাঙন যথেষ্ট চিন্তার ব্যাপার তৃণমূলের কাছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।