ধর্মপাশা জয়শ্রীতে ৭৫০টি কম্বল বিতরণ করেন - এমপি রতন

 

News 24 Express 

রাজু ভূঁইয়া, নিউজ ২৪ এক্সপ্রেস ডেস্ক::


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কম্বল ৭৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জয়শ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। 


প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য, হাওর বন্ধু, উন্নয়নের রুপকার, জননেতা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী ফরিদ, ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিদুজ্জামান, ওসি মোঃ মিজানুর রহমান,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ইউনিয়ন চেয়ারম্যান মোকারম হোসেন,  বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, পাইকুরাটি ইউপি আওয়ামীলীগের সভাপতি মোস্তফাজ্জামান, স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র নেতা মাহবুবুল আলম বাচ্চু (মাষ্টার), সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোহন প্রমুখ।


 এমপি রতন বলেন, আওয়ামীলীগ সরকার, অসহায় দুস্থ্যদের পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্টান হচ্ছে পুরাতন প্রতিষ্টান এই প্রতিষ্টানের মাধ্যমে গ্রামের শালিসি সহ বিভিন্ন প্রকার উন্নয়নের কাজ করে আসছে। পাশাপাশি জন প্রতিনিধি গণ নিজ নিজ এলাকায় কাজ করেন, সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদ রয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিত নিচ্ছিত করা হচ্ছে। ##



২০/১২/২২

Post a Comment

Previous Post Next Post