মোহনগঞ্জে "হাওর ভাতার" দাবিতে মানববন্ধন






News 24 Express 
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকে ঃ

হাওরাঞ্চল খ্যাত নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য হাওর ভাতা প্রদানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে পৌর শহরের শহীদ উসমান গণি ময়দানের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সরকারি শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের প্রায় ৩ শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহনে অনুষ্টিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল জিয়া, সাধারন সম্পাদক মো. ইউসুফ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রানা আসিফ ওসমান, পরিবার পরিকল্পনা দপ্তরের অবসরপ্রাপ্ত  ইউনিয়ন পরিদর্শক  বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা উসমানি, সহকারি শিক্ষক তানবীর হাসান, সাকুরা কনক, পরিবার পরিকল্পনা সহকারি আবুল কালাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার সর্ব বৃহৎ ও ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওর এ উপজেলায় অবস্থিত। বছরের প্রায় ৭-৮ মাসই এ উপজেলার চার তৃতীয়াংশ এলাকাই পানিতে নিমজ্জিত থাকে। এ সময় এ উপজেলায় দায়িত্বে থাকা সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে চরম কষ্টের শিকার হতে হয়। শুধু তাই নয় যুগ যুগ ধরে আমরা অর্থনৈতিকভাবেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। তাই আজ আমরা আমাদের এ উপজেলার সরকারি সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনতি বিলম্বে হাওর ভাতা চালু করা জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছি।###

চয়ন চৌধুরী

মোহনগঞ্জ, নেত্রকোনা

০১৭১৮-৭৫৫৭৭১

১৪-০১-২০২৩ ইং।

Post a Comment

Previous Post Next Post