News 24 Express |
প্রদীপ সরকার রানা,গৌরীপুর প্রতিনিধি::
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃত্বকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সাদেকুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য হুমায়ুন কবির, কাজী আব্দুল্লাহ আল আমীন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, শাহজাহান কবীর প্রমুখ।