News 24 Express |
রাজু ভূঁইয়া, এক্সপ্রেস ডেস্ক::
সুনামগঞ্জে মাসব্যাপী ১৬তম বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে পৌর শহরের ষোলঘর স্টেডিয়ামে মেলার উদ্বোধন করা হয়।
পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ। উপস্থিত ছিলেন আরও স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মী বৃন্ধ।সব মিলিয়ে বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের মোট ৯৫টি স্টল বসেছে,এ মেলায়।
Tags
সারাদেশ