News 24 Express |
রাজু ভূঁইয়া, এক্সপ্রেস ডেস্ক::
উন্নত ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজ সেবায় " এই প্রতি পাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের সদর উপজেলায় এনজিও পদক্ষেপ এর সুরমা সমৃদ্ধি ব্রাঞ্চের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
News 24 Express |
২রা জানুয়ারি 'জাতীয় সমাজ সেবা দিবস।
" উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের ,ইউপি মহিলা সদস্য, মোছাঃ সমাজে বেগম,সুরমা ব্রাঞ্চের সমন্বয়কারী, সমাজ উন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা, যুব কমিটির সদস্য বৃন্দ, সমৃদ্ধি কর্মসূচির শিক্ষক, স্বাস্হ্য পরিদর্শক ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভা শেষে যুব ট্রেনিং এর সার্টিফিকেট বিতরণ করা হয়।
News 24 Express |
Tags
জাতীয়