সরস্বতী পূজা হবে না কেন? শাসকের চ্যালেঞ্জের মুখে প্রেসিডেন্সি বিশ্ববিদ‍্যালয়

 

News 24 Express 

রজত রায়,বাংলুর প্রতিনিধি::

প্রেসিডেন্সির ইতিহাসে যা কখনও হয়নি, এবারে কি সেটাই হবে? তৃণমূল ছাত্র পরিষদের নাছোড় মনোভাবের জেরে এমন প্রশ্ন ভাবাচ্ছে শিক্ষামহলকে৷ কারণ, এবারে প্রেসিডেন্সি ক্যাম্পাসে বাগদেবী সরস্বতীর আরাধনা করার জন্য নাছোড় মনোভাব নিয়েছে শাসকদলের ছাত্র সংগঠন৷ অন্যদিকে নিজেদের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে অনমনীয় মনোভাব ধরে রেখেছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷ এদিকে পুজোর জন্য হাতে বাকি মাত্র তিনদিন৷ স্বভাবতই, বিষয়টি ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা৷

বস্তুত, ডান বাম হয়ে ডান৷ পালা বদলের বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপটের বদল ঘটলেও প্রেসিডেন্সির ক্যাম্পাসে কখনও কোনও ধর্মীয় অনুষ্ঠান হয়নি৷ এটাই এখানকার রীতি৷ তবে তা মানতে নারাজ টিএমসিপি৷ গত বৃহস্পতিবার এই বিষয়ে প্রেসিডেন্সির ডিন অব স্টুডেন্সের কাছে ক্যাম্পাসে সরস্বতী পুজো করার অনুমতি চেয়েছে টিএমসিপি৷ সূত্রের খবর, এমন আর্জি শোনামাত্রই খারিজ করে দেয় কর্তৃপক্ষ৷এরপরই বাগদেবীর আরাধনা ঘিরে তাল ঠোকাঠুকি শুরু৷ বিষয়টি গড়িয়েছে সোশ্যাল সাইটেও৷ টিএমসিপির প্রেসিডেন্সি ইউনিটের তরফে ফেসবুকে লেখা হয়েছে, ‘সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে৷ ধর্ম নিরপেক্ষ তাকেই বলা হয়, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজের মতো আচার অনুষ্ঠান পালন করতে পারেন৷’ এক্ষেত্রে বাম ছাত্র সংগঠনের চাপের কাছে কর্তৃপক্ষ ভীত কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে৷ একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ক্যাম্পাসে পুজোর অনুমতি না পেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হবে বাগদেবীর আরাধনা৷ অনমনীয় মনোভাবে রয়েছে কর্তৃপক্ষও৷ স্বভাবতই, কোথাকার জল কোথায় গড়ায় সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল৷

Post a Comment

Previous Post Next Post