News 24 Express |
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে ধর্মপাশা থানা প্রাঙ্গণে ২০০ জন হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
কম্বল হাতে পেয়ে রহিমা খাতুন ও হবিবুররহমান বলেন, হামরা জারত মরি গেইনো বাহে, কাইয়ো হামার খোঁজ নেয় নাই। কইদিন থাকি আগুন জ্বলেয়া ছাওয়াল পোয়াল নিয়ে কষ্ট করি রাত দিন পার করছি। তোমরা আজ কম্বল খান দিয়া হামার খুব উপকার করলেন বাহে। হামরা দোয়া করি, তোমারগুলের ভাল হইবে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ অঞ্চলে প্রচণ্ড শীত। শীতে হতদরিদ্র ও অসহায় মানুষ কষ্ট করছে তাদের পাশে দাঁড়াতে হবে। সামনের দিনগুলোতে শীতার্তদের মাঝে উঞ্চতা বিলিয়ে দিতে আরও কাজ করব।
এ সময় উপস্থিত ছিলেন,ধর্মপাশা থানার এসআই মো, আব্দুস সবুর মিয়া, শামীম কবির, এ এসআই মো, মনিরুজ্জামান প্রমুখ।##
সাইফ উল্লাহ
০১৭১২৪৫১৪৪৬
২১-১-২৩