News 24 Express |
নুর রহমান তুষার, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকা বহুমুখী করন ও জলবায়ু সহনশীল ( ELSRP) প্রকল্প বাস্তবায়নে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কারিতাসের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান ও পরিচালনা করেন কারিতাসের অফিস সহকারী এম এ মাসুদ। বাস্তবায়নে কারিতাস ময়মনসিংহ অঞ্চল। এটি ধর্মপাশার জয়শ্রী ইউনিয়ন, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন ও মধ্যনগর উপজেলার চামরদানী, বংশকুন্ডা উত্তর ইউনিয়ন সহ মোট ৪০ টি গ্রামে কাজ করবে।
এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক এনামুল হক এনি, কারিতাসের সহকারী ম্যানেজার রতন চন্দ্র বরর্মন, কারিতাসের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মাঠ সহায়ক মজিবুর রহমান সৌরভ প্রমখ।##
News 24 Express