News 24 Express |
সাইফ উল্লাহ, নিউজ ২৪ এক্সপ্রেস::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারে বিশাল জনসভা ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্ম বার্ষিকীৃ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জন সভা ও জম্ম দিন অনুষ্টিত হয়। আওয়ামীলীগ সরকারের ৪৩টি উন্নয়ন ও সাফল্য এক নজরে সুনামগঞ্জ-১ আসনে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়নের চিত্র সহ লিফলেট বিতরণ করা হয়েছে।
জনসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায়। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগের নব নির্বাচিত সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সহহ সভাপতি আখলাস উদ্দিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি করুনা সিন্দু তালুকদার, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এহসান আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জান, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন প্রভাষক সঞ্জয় রায় চৌধুরী, প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন, মাহবুবুল আলম বাচ্চু মাস্টার, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, জেলা মহিলী আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক ঝরর্ণা আক্তার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি রতন বলেন, আওয়ামীলীগ সরকারের ১৫ বছরের দেশে যে উন্নয়ন হয়েছে তাহা দৃশ্যমান। আগামী দ্বাদশ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে বিজয় করতে হবে। তারেই পরিপ্রেক্ষিতে আগামী স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের। ##
সাইফ উল্লাহ
০১৭১২৪৫১৪৪৬
২৮/৯/২৩