পল্লীসঞ্চয় ব্যাংক সি বি এ নির্বাচন - ২০২৩ বিজয়ী গোলাপ ফুল ২৪৮ ভোটে

 

News 24 Express 

সিহাবুল আলম সম্রাট, ব্যুরোচিফ রাজশাহী::


পল্লীসঞ্চয় ব্যাংক সি বি এ নির্বাচন-২০২৩, রাজশাহী পবা উপজেলা তে এর ভোট কেন্দ্র  কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে , কেন্দ্র নং ১৯পবা রাজশাহী। এ কেন্দ্রে রাজশাহী , নওগাঁ, চাঁপাই, জয়পুরহাট, নাটোর ৫ টি জেলার ভোট কেন্দ্র এটি। খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে ভোট গ্রহণ হয়েছে খুব আনন্দ ঘনো পরিবেশ বজায় ছিলো। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫৬৬ জন। বিকেল ৪টা তে ভোট গ্রহণ সমাপ্ত হয়। ভোট গণনার পর রাজশাহী পবা ভোট কেন্দ্রে ছাতা মার্কা ভোট পায় ২৯০ ভোট, ও রাজশাহী পবা ভোট কেন্দ্রে গোলাপ ফুল ভোট পায় ২৩৯ ভোট। মোট ভোট কেন্দ্রের সংখা ২১টি ০১ প্রধান কার্যালয়-ঢাকা গোলাপফুল মার্কা- ৩৯৭ ভোট, ছাতা মার্কা- ২৯৭ ভোট , ০২ ভাঙ্গা-ফরিদপুর গোলাপফুল মার্কা- ২৫৩ ভোট, ছাতা মার্কা- ২৭৫ ভোট , ০৩ মধুপুর-টাঙ্গাইল গোলাপফুল মার্কা-১৬০ ভোট, ছাতা মার্কা- ১১৮ ভোট , ০৪ কিশোরগঞ্জ সদর-কিশোরগঞ্জ গোলাপফুল মার্কা- ১৮৭ ভোট, ছাতা মার্কা- ১৬১ ভোট, ০৫ ত্রিশাল-ময়মনসিংহ গোলাপফুল মার্কা- ১৪৩ ভোট, ছাতা মার্কা- ২১২ভোট, ০৬ কক্সবাজার সদর-কক্সবাজার গোলাপফুল মার্কা- ১২৬ ভোট, ছাতা মার্কা- ৬১ ভোট, ০৭ মিরসরাই-চট্ট্রোগ্রাম গোলাপফুল মার্কা-২৩৪ ভোট, ছাতা মার্কা- ২১৬ ভোট, ০৮ কুমিল্লা সদর দক্ষিণ-কুমিল্লা গোলাপফুল মার্কা- ২৩২ ভোট, ছাতা মার্কা- ২১১ ভোট, ০৯ নোয়াখালী সদর-নোয়াখালী গোলাপফুল মার্কা- ২৩১ ভোট, ছাতা মার্কা-২১৯ ভোট , ১০ ফকিরহাট-বাগেরহাট গোলাপফুল মার্কা-১২৯ ভোট, ছাতা মার্কা- ১০৫ভোট, ১১ যশোর সদর-যশোর গোলাপফুল মার্কা- ১৮৯ ভোট, ছাতা মার্কা- ১৭৩ ভোট, ১২ ঝিনাইদহ সদর-ঝিনাইদহ গোলাপফুল মার্কা-৮৯ ভোট, ছাতা মার্কা-৯৭ ভোট , ১৩ কুষ্টিয়া সদর-কুষ্টিয়া গোলাপফুল মার্কা-১২২ ভোট, ছাতা মার্কা-৯৫ ভোট , ১৪ দুমকি-পটুয়াখালী গোলাপফুল মার্কা-১০৬ ভোট, ছাতা মার্কা-৯০ ভোট , ১৫ বরিশাল সদর-বরিশাল গোলাপফুল মার্কা-১৩৫ভোট, ছাতা মার্কা-১৪৩ ভোট , ১৬ বোরহান উদ্দিন-ভোলা গোলাপফুল মার্কা-৫৯ ভোট, ছাতা মার্কা-৬০ ভোট , ১৭ কাউনিয়া-রংপুরগোলাপফুল মার্কা-১৪০ভোট, ছাতা মার্কা-১৪৫ ভোট , ১৮ ঠাকুরগাঁও সদর-ঠাকুরগাঁও গোলাপফুল মার্কা-১৮৫ভোট, ছাতা মার্কা-১৬০ভোট , ১৯ পবা-রাজশাহী গোলাপফুল মার্কা-২৩৯ ভোট, ছাতা মার্কা-২৯০ ভোট , ২০ শাহজাদপুর-সিরাজগঞ্জ গোলাপফুল মার্কা-২৪৯ভোট, ছাতা মার্কা-২০৮ ভোট, ২১ সিলেট সদর-সিলেট গোলাপফুল মার্কা-২৫৩ভোট, ছাতা মার্কা-২৩১ ভোট ।সারা বাংলাদেশে সব কেন্দ্রের ভোটগ্রহণ এর পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় ছাতা মার্কা সর্ব মোট ভোট পায় ৩৭২৬ ভোট, ও গোলাপফুল মার্কা সর্ব মোট ভোট পায় ৩৯৭৪ ভোট। বিজয়ী গোলাপ ফুল ২৪৮ ভোটে।

News 24 Express 

Post a Comment

Previous Post Next Post