নিউজ ২৪ এক্সপ্রেস ডেক্স;;
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় পৃথক পুলিশি অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ৪২০০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি সহ ৩ জন গ্রেফতার।
সোমবার রাতে অভিযান চালিয়ে এই তিনজন কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে এসআই মেহেদী হাসান, এএসআই সুমন চন্দ্র গোপ, নারী এএসআই মোছাঃ ফাহিমা খাতুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লক্ষীপুর গ্রামে ধৃত আসামীর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জন কে গ্রেফতার করা হয়।ধৃত আসামী অনন্যা আক্তার কথা (৩০), পিতা-মৃত শামছুদ্দিন, স্বামী-ফজলু মিয়া, সাং-বালুয়াকান্দি, ডাকঘর-অনন্তপুর, থানা ও জেলা-নেত্রকোনা এবং মোঃ হোসেন আহমেদ (৪৪), পিতা-দিলোয়ার হোসেন, মাতা-নুরাই বিবি, সাং-পূর্ব লক্ষীপুর, ডাকঘর-গোলকপুর, থানা-জামালগঞ্জ, গ্রেফতার করেন একি সময়
২য় অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রণয় কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে জামালগঞ্জ থানাধীন চাঁনপুর গ্রামে মোঃ আইয়ুব আলীর বসতঘর হতে একটি চটের বস্তায় ৬টি কার্টুন, প্রতি কার্টুনে ৭০০০ শলাকা করে সর্বমোট ৪২০০০ শলাকা ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ শেখ নাসিরউদ্দিন বিড়িসহ শফিকুল ইসলাম (৩২), পিতা-জয়নাল আবেদীন, সাং-মমিনপুর গ্রেফতার করেন।
এ বিষয়ে জামালগঞ্জ থানায় পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
