ধর্মপাশায় ভিডিও ধারণ করে কটুক্তি ও মানহানিকর বক্তব্য প্রদান করায় আটজন নেতাকর্মীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা



নিউজ ২৪ এক্সপ্রেস ডেক্স;;

সুনামগঞ্জ ১(ধর্মপাশা-জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট,ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকরাম হোসেন কে নিয়ে বিভিন্ন কটৃুক্তিমূলক,মানহানিকর মিথ্যা অপবাদসহ নানা ধরণের অশালীন, কুরুচিপূর্ণ ও বিকৃত ভাষায় গালমন্দ করে ভিডিও চিত্র ধারণ করে বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে  মামলা হয়েছে। উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন (৪৩) বাদী হয়ে উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক রেজাউল করিম  তপন (৪৩)কে প্রধান  আসামি করে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও  উপজেলা শ্রমিক লীগের আটজন নেতাকর্মীকে আসামি করে গত সোমবার (১২ডিসেম্বর) রাতে ধর্মপাশা থানায় এই মামলাটি করেছেন।

       মামলার এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের বাসিন্দা রেজাউল করিম তপন নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডি থেকে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা  মুকুট, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোজাম্মেল হোসেন রোকন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরাম হোসেনকে নিয়ে  বিভিন্ন কটৃুক্তিমূলক,মানহানিকর মিথ্যা অপবাদসহ নানা ধরণের অশালীন, কুরুচিপূর্ণ ও বিকৃত ভাষায় গালমন্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছড়িয়ে দেন। এতে করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে  অস্থিরতা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়।  গত ১০ডিসেম্বর সন্ধ্যায় এই ভিড্রি চিত্রটি  উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিনের নজরে আসে। পরে এ নিয়ে তিনি নিজে বাদী হয়ে গত সোমবার রাতে আটজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। ওইদিন রাতেই অভিযোগটিকে ডিজিটাল মামলা হিসেবে নথিভূক্ত করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক রেজাউল করিম তপন ছাড়াও  এই মামলার অন্যান্য আসামিরা হলেন, উপজেলার  সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, ইউপি।##

Post a Comment

Previous Post Next Post