![]() |
News 24 Express |
ডেক্স রির্পোটঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে 'নদী রক্স কনসার্ট'। সোমবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শুরু হওয়া এই কনসার্টে উচ্ছ্বাসে মেতেছে দর্শকেরা।
সন্ধ্যা নামার পরপরই দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। সঙ্গীতের মাধ্যমে নদী ও নদীর আশেপাশের মানুষের মানবাধিকার ও সংকটময় জীবন সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে আয়োজিত হয়েছে কনসার্টটি।
'একদিন সব নদীর নামে একটি করে গান থাকবে' এমনই এক নদী মুখী চাওয়া থেকে সঙ্গীতের শক্তিকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে নদীর কাছে নিয়ে যাওয়া ও জলবায়ু রক্ষায় সচেতন করে তোলাই এই কন্সার্টের উদ্দেশ্য।
ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এ কন্সার্টে রাতভর গান পরিবেশন করবে জনপ্রিয় সব ব্যান্ডদল। অংশ নেওয়া ব্যান্ডদল গুলোর মধ্যে রয়েছে চিরকুট, আরবোভাইরাস, অ্যাশেজ, বাংলা ফাইভ, এফ মাইনর ও স্মুচেস।
'নদী রক্স' উদ্যোগটিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করছে ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট।
Nice
ReplyDelete