২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

News 24 Express 

নিউজ ২৪ এক্সপ্রেস ডেক্সঃ


মেট্রোরেলের অপেক্ষা কমছে। আর মাত্র পাঁচ দিন পরই ২৮ ডিসেম্বর এ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে যোগাযোগ খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।


পদ্মা সেতুর পর যোগাযোগ খাতের জন্য এটি আরেক স্বাপ্নিক প্রকল্প। মেট্রোরেল লাইন-৬-এর একাংশ দিয়াবাড়ী থেকে আগারগাঁও যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। মেগা এ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরেশোরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপো এবং মূল জংশনে সরাসরি এর উদ্বোধন করবেন।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এই রুট-সংলগ্ন ভবনের এলাকাবাসী ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাত দফা নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তথ্যমতে, ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ভ্রমণ করবেন মেট্রোরেলে। ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আমরা যা যা করার তা-ই করব।’


নির্দেশনাগুলো হচ্ছে- ১. কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না; ২. কোনো বাণিজ্যিক ভবনে ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না; ৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেল-সংলগ্ন কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না; ৪. ওই সব এলাকার ভবন বা ফ্ল্যাটে ওই দিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না; ৫. মেট্রোরেল-সংলগ্ন কোনো ভবনে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না; ৬. আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে; ৭. মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।


জানা গেছে, মেট্রোরেল আপাতত চলবে উত্তরা থেকে আগারগাঁও, যা প্রকল্পের প্রথম অংশ। দ্বিতীয় অংশ তথা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালুর পরিকল্পনা ২০২৩ সালের শেষ দিকে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।


উদ্বোধনের পর প্রথম সপ্তাহে রেল চলবে দিনে দুইবার সকালে ও বিকালে। আধুনিক ও নতুন এই যোগাযোগমাধ্যমের সঙ্গে মানুষকে অভ্যস্ত ও পরিচয় করিয়ে দিতেই প্রথম দিকে দিনে দুইবার চলবে এই রেল। এরপর ধীরে ধীরে তা বাড়ানো হবে। এর আগে ১২ ডিসেম্বর লাইন-৬ উদ্বোধনের এ প্রস্তুতি সরেজমিন ঘুরিয়ে দেখাতে প্রথমবারের মতো সাংবাদিকদের নিয়ে এক প্রেস ট্যুরের আয়োজন করে এ প্রকল্পে অর্থায়নকারী ও নির্মাতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

Post a Comment

Previous Post Next Post